পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক করে জুয়ার বিজ্ঞাপন

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছে। এরপর সেখানে জুয়ার বিজ্ঞাপন দেখতে পাওয়া গেছে। যদিও বর্তমানে পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
শনিবার (৩ মে) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রও জানায়, তাদের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। ইন্দোনেশিয়া থেকে পেজটি হ্যাকড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে পেজটি উদ্ধারে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।