ড ইউনূসকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে যা বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ১০:৪০ PM

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

আজ বুধবার (২৬ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তার তথ্য জানায় ঢাকার পাকিস্তান হাইকমিশন।

অভিনন্দন বার্তায় দেশটির জনগণ এবং সরকারের পক্ষ থেকে দুই দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্পর্কের ওপর জোর দেন। শাহবাজ শরিফ উৎসাহের সঙ্গে উল্লেখ করেছেন, "অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত আগ্রহ এবং বিচক্ষণতার কারণে সাম্প্রতিক সময়ে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক, বোঝাপড়া এবং সহযোগিতার এক নতুন যুগে প্রবেশ করেছে।"

শেহবাজ শরিফ গত বছর নিউইয়র্ক এবং কায়রোতে তার প্রধান উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ ও সৌহার্দপূর্ণ বৈঠক স্মরণ করেন, যেখানে উভয় নেতা পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছিলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, "আমি আত্মবিশ্বাসী যে আমাদের যৌথ প্রচেষ্টা এবং বোঝাপড়ার মাধ্যমে, আমরা আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক উপকারী সহযোগিতার একটি নতুন অধ্যায় খুলতে পারব; যা দক্ষিণ এশীয় অঞ্চলে উন্নয়ন ও সমৃদ্ধি বৃদ্ধিতেও অবদান রাখবে।"

বাংলাদেশ তার জাতীয় দিবস উদযাপনের সময় প্রধানমন্ত্রী দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য আন্তরিক শুভেচ্ছা জানান। একইসাথে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সুস্বাস্থ্য কামনা করেন।