রাষ্ট্রপতিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন ভ্লাদিমির পুতিন

বাংলাদেশের মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আজ বুধবার (২৬ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, 'স্বাধীনতা দিবসে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।'
রুশ প্রেসিডেন্ট বলেন, "বাংলাদেশ-রাশিয়ার সম্পর্ক প্রতিষ্ঠিত বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধা ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে রচিত হয়েছে। আমি নিশ্চিত আমাদের জনগণের কল্যাণে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার স্বার্থে এই সম্পর্ক আরও বিকশিত হতে থাকবে।"
এ সময় পুতিন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সুস্বাস্থ্য ও সাফল্য, সেইসঙ্গে বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।