সাবান কি মেয়াদোত্তীর্ণ হয়? এ সাবান ব্যবহার কি নিরাপদ?

আমরা প্রতিনিয়তই সাবান ব্যবহার করে থাকি। শরীরের ময়লা দূর করার জন্য গোসলে সাবানই একমাত্র ভরসা। সাবান মানেই পরিচ্ছন্নতার প্রতীক। প্রতিদিন হাত ধোয়া থেকে শুরু করে গোসল, সাবান ছাড়া যেন চলেই না। কিন্তু কোনো এক কোণায় বহুদিন পড়ে থাকা পুরোনো সাবান কি এখনো ব্যবহারযোগ্য? নাকি সেটিকে বিদায় করার সময় হয়ে গেছে?
আপনার সাবান যদি এখনো ভালো গন্ধ ছড়ায়, সুন্দরভাবে ফেনা তৈরি করে এবং দেখতে স্বাভাবিক লাগে। তবে এটি সম্ভবত এখনো ব্যবহারযোগ্য। এমনকি যদি মেয়াদোত্তীর্ণও হয়, তবুও। তবে যদি এটি শুকিয়ে শক্ত হয়ে যায়, কিংবা অদ্ভুত গন্ধ বের হয়, তাহলে ফেলে দেওয়াই ভালো।
গোসলের সময় কিংবা হাত ধোয়ার জন্য আমরা প্রতিদিন সাবান ব্যবহার করি। কিন্তু কতবার ভেবেছি সেই পুরোনো সাবানটি আসলে কতদিন ভালো থাকে? এটি কি কখনো নষ্ট হয়? নাকি বছরের পর বছর একইরকম থাকে? চলুন, এক্সপায়ার হওয়া সাবানের রহস্য জেনে নেওয়া যাক।
সাবান কি মেয়াদোত্তীর্ণ হয়?
সাবান এমন কোনো জিনিস নয় যা, দুধ বা পাউরুটির মতো একেবারে নষ্ট হয়ে যাবে। তবে এটি চিরকাল ভালোও থাকে না। সাধারণত, বাণিজ্যিকভাবে তৈরি সাবান ২ থেকে ৩ বছর ভালো থাকে। আর প্রাকৃতিক ও হ্যান্ডমেড সাবান সংরক্ষণ উপাদান কম থাকায় ৬ মাস থেকে ১ বছরের মধ্যেই নষ্ট হতে শুরু করে।
সময়ের সাথে সাথে সাবানে থাকা তেল ও ফ্যাট নষ্ট হয়ে যেতে পারে। সুগন্ধ কমে যেতে পারে এবং একসময়ের ক্রিমি টেক্সচারযুক্ত সাবান শুকিয়ে খসখসে পাথরের মতো হয়ে যেতে পারে।
এক্সপায়ার হওয়া সাবান ব্যবহার করলে কী হয়?
আপনার আলমারির এক কোণায় বছরের পর বছর ধরে পড়ে থাকা একটি সাবান যদি আপনি ব্যবহার করেন, তাহলে কি হবে?
ফেনা কমে যাবে, পরিষ্কার করার ক্ষমতা কমবে
এক্সপায়ার হওয়া সাবান ঠিকমতো ফেনা তৈরি করতে পারবে না। যার ফলে এটি ময়লা ও তেল ঠিকমতো তুলতে পারবে না। আপনি হয়তো ভাবছেন আপনি পরিষ্কার হচ্ছেন। কিন্তু আসলে তা হচ্ছে না।
ত্বকে চুলকানি ও শুষ্কতা তৈরি হতে পারে
সাবানের তেল যদি নষ্ট হয়ে যায়, তবে এটি ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে সংবেদনশীল ত্বকে চুলকানি, র্যাশ বা অ্যালার্জির কারণ হতে পারে।
গন্ধ ও টেক্সচারে পরিবর্তন আসতে পারে
আপনার যদি পুরোনো সাবান শুঁকে মনে হয়, ‘এটা একটু আজব গন্ধ ছড়াচ্ছে।’ তবে বুঝবেন এটা সুগন্ধ নষ্ট হয়ে যাওয়ার লক্ষণ। তাছাড়া, যদি সাবান চটচটে, শুকনো বা ফাটল ধরা হয়ে যায়। তবে বুঝতে হবে এটি আর ব্যবহারের উপযোগী নেই।
ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্মানোর সম্ভাবনা
সাবান সাধারণত জীবাণু দূর করার জন্য ব্যবহৃত হয়। তবে এটি নিজেই ব্যাকটেরিয়ার আক্রমণে আক্রান্ত হতে পারে! বিশেষ করে, যদি এটি দীর্ঘদিন ধরে আর্দ্র পরিবেশে (যেমন, বাথরুমের ভিতরে) রাখা থাকে। তবে এটি ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মানোর উপযুক্ত জায়গা হয়ে উঠতে পারে। তখন এটি শরীরে ব্যবহার করাটা স্বাস্থ্যকর নয়।
নতুনদের জন্য রইল কোরিয়ান লুকের সহজ সমাধাননতুনদের জন্য রইল কোরিয়ান লুকের সহজ সমাধান
সাবান এক্সপায়ার হয়েছে কি না বুঝবেন কীভাবে?
যদি আপনি নিশ্চিত না হন যে আপনার সাবান এখনো ভালো আছে কি না। তবে নিচের লক্ষণগুলো খেয়াল করুন—
সুগন্ধ কমে গেছে বা একেবারে উড়ে গেছে
সাবানে ফাটল ধরেছে, চটচটে বা শুকিয়ে গেছে
সাবানের রঙ বদলে গেছে বা অদ্ভুত দেখাচ্ছে
গায়ে লাগানোর পর অদ্ভুত অনুভূতি হয়
মাটি বা আদ্র পরিবেশে থাকায় এতে ছত্রাক জন্মেছে