ধর্ম অবমাননা মামলায় নর্থ সাউথের শিক্ষার্থীর স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক   নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৫৫ PM

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) পাঁচ দিনের রিমান্ড শেষে তাঁকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক চাঁদ মিয়া। তিনি জানান, আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেন। আদালত আবেদন মঞ্জুর করে তাঁর জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ।

আদালতে জমা দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় অপূর্ব পাল ঘটনার দিন পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে তা ফেলে পা দিয়ে পদদলিত করার কথা স্বীকার করেন। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বলে তিনি স্বীকারোক্তিতে উল্লেখ করেছেন।

গত ৪ অক্টোবর রাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে অপূর্ব পালকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে ক্যাম্পাস থেকে বের করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরে রাতে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা তাঁর বাসার নিচে বিক্ষোভ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

সেদিন রাতেই ভাটারা থানার উপপরিদর্শক হাসমত আলী বাদী হয়ে অপূর্ব পালের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা করেন। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৪ অক্টোবর আদালত তাঁকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান।