নৌবাহিনীতে চাকরি; এসএসসি পাশেই আবেদনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৬ PM

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। ২০২৬-এর ব্যাচে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাহিনীটি। ইতিমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বাংলাদেশ নৌবাহিনী
পদ: অফিসার ক্যাডেট

শিক্ষাগত যোগ্যতা:

  • এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় (বিজ্ঞান বিভাগে) যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫ এবং অন্যটিতে ৪.৫০ থাকতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অন্তর্ভুক্ত থাকতে হবে।
  • ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য, 'ও' লেভেলে ৬টি বিষয় থেকে ন্যূনতম ৩টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড থাকতে হবে, এবং 'এ' লেভেলে ন্যূনতম একটিতে এ গ্রেড, দুটি বিষয়ের মধ্যে বি গ্রেড থাকতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান থাকতে হবে।
  • সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্যও এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় উল্লিখিত যোগ্যতা থাকতে হবে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা:

  • ২০২৬ সালের ১ জানুয়ারি, প্রার্থীর বয়স সাড়ে ১৬ থেকে ২১ বছর হতে হবে (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ১৮ থেকে ২৩ বছর)।
  • প্রার্থীদের অবিবাহিত হতে হবে।

শারীরিক মান:

  • পুরুষদের জন্য: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত ৩২ ইঞ্চি।
  • নারীদের জন্য: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি এবং সম্প্রসারিত ৩০ ইঞ্চি।

আবেদনের শেষ তারিখ: ১৫ এপ্রিল ২০২৫

আবেদন প্রক্রিয়া এবং বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীরা নির্দিষ্ট লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন।