কানাডায় ওয়েটারের চাকরির জন্য হাজার হাজার ভারতী শিক্ষার্থীর লাইন
উচ্চশিক্ষার জন্য বিদেশ গিয়ে অনেকেই পার্ট টাইম জব করেন। এমনই এক জবের জন্য দীর্ঘ লাইন দিতে দেখা গেছে হাজার হাজার ভারতীয় শিক্ষার্থীর। কানাডার ‘তন্দুরি ফ্লেম’ রেস্টুরেন্টের বাইরে হাজার হাজার ভারতীয় শিক্ষার্থী ‘ওয়েটার’ পদে চাকরির ইন্টারভিউয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছেন। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রতি বছর ভারত থেকে প্রচুর তরুণ শিক্ষার্থী পড়াশোনার উদ্দেশে কানাডায় যান। সারা বিশ্বে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় কানাডাতেও জীবনযাপনের ব্যয় অনেক বেড়ে গেছে। তাই টিকে থাকার প্রয়োজনেই কানাডায় থাকা ভারতীয় শিক্ষার্থীরা যেকোনো ধরনের কাজ খুঁজছেন। সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটি তেমনই একটি ভিডিও বলে মনে করা হচ্ছে।
ভিডিওতে দেখা গেছে, লাইনে দাঁড়িয়ে থাকা আগম্ভীর সিং নামের এক তরুণ হতাশ কণ্ঠে বলছেন, ‘আমি দুপুর ১২টার দিকে এখানে এসে দেখি, বিশাল লাইন হয়ে গেছে। এর আগে আমি এখানে ওয়েটারের চাকরির জন্য অনলাইনে আবেদন করেছিলাম। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তখন বলেছিল একটি সাক্ষাৎকার নেওয়া হবে। এখন এত আবেদনকারী দেখে মনে হচ্ছে, চাকরিটা পাব না।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘কানাডায় আমাদের অবস্থা খুবই খারাপ। সবাই চাকরি খুঁজছি। কিন্তু কেউ তেমন একটা চাকরি পাচ্ছি না। আমার অনেক বন্ধু ২–৩ বছর ধরে এখানে বেকার অবস্থায় দুর্বিসহ জীবনযাপন করছে।’
কানাডায় চাকরির বাজারের বর্তমান পরিস্থিতি বেশ নাজুক। গত অগস্টে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় বেকারত্বের হার প্রায় ৬ দশমিক ৪ শতাংশ। এ ছাড়া আরও একাধিক সংবাদমাধ্যমেও কানাডার কর্মসংস্থান নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে। সেপ্টেম্বর মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় প্রতি ছয় জনে একজনের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে।
অর্থনৈতিক সংকট মাথায় রেখে কানাডা সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০২৫ সাল থেকে স্টুডেন্ট ভিসা ১০ শতাংশ কমিয়ে আনবে।
এদিকে গত অগস্ট মাসে ভারত সরকার জানিয়েছে, প্রায় ১৩ লাখ ৩৫ হাজার ভারতীয় শিক্ষার্থী বর্তমানে বিদেশে পড়াশোনা করছেন। এর মধ্যে শুধু কানাডাতেই ৪ লাখের ওপরে ভারতীয় শিক্ষার্থী রয়েছে। ২০১৩ সাল থেকে ২০২২ সালের মধ্যে কানাডায় পড়তে যাওয়া ভারতীয় শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ২৬০ শতাংশ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছরে কানাডায় যাওয়া বিদেশি শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৪০ শতাংশই ভারতীয়।