পূবালী ব্যাংকে ১৫০ জন নিয়োগ, আবেদন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
জার্নাল জবস জার্নাল জবস
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ১১:১৬ AM

পূবালী ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এই বাণিজ্যিক ব্যাংকটি একটি পদে মোট ১৫০ জন কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা:
যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে।

ব্যাংকে অফিসার বা সমমানের পদে কর্মরত প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

অভিজ্ঞতা:
গার্মেন্টস রপ্তানি (ব্যাকওয়ার্ড ও ফরোয়ার্ড লিংকেজ) খাতে অন্তত ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

সিডিসিএস, সিএসডিজি, সিইটিএস, এআইবিবি সনদধারীরা অগ্রাধিকার পাবেন।

মাইক্রোসফট অফিস ও ডেটা বিশ্লেষণে দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা:
সর্বোচ্চ বয়স ৩৫ বছর।

বেতন ও চাকরির ধরন:
প্রাথমিকভাবে এক বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

এ সময় সফলভাবে কাজ শেষ করলে চাকরি স্থায়ী করা হবে।

পদ: সিনিয়র অফিসার, ব্যাংকের প্রচলিত বেতন কাঠামো অনুযায়ী।

আবেদন পদ্ধতি:
আবেদন করতে হবে অনলাইনে নির্ধারিত লিংকের মাধ্যমে।

আবেদনের শেষ সময়: ২০ জুলাই ২০২৫।