নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের সহজ পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩, ০৯:১১ AM

সৃষ্টির পরতে পরতে ছড়িয়ে আছে মহান আল্লাহর কুদরত এবং নেয়ামত। তিনি সবাইকে ছোট-বড় অসংখ্য নেয়ামত দান করেছেন। নেয়ামতের সাগরে ডুবিয়ে রেখেছেন। পবিত্র কোরআনে এসেছে, ‘তোমরা যদি আল্লাহর নেয়ামত গুনতে চাও তাহলে তা গুনে শেষ করতে পারবে না।’ সুরা ইবরাহিম : ৩৪


প্রার্থনাবিহীন পাওয়া নেয়ামতসমূহ কৃতজ্ঞতা প্রকাশ বা শোকর আদায়ের কারণে আরও বাড়ে। আল্লাহতায়ালা কৃতজ্ঞ বান্দাকে চিন্তা মুক্ত সুন্দর জীবন উপহার দেন। এখানে কৃতজ্ঞতা প্রকাশের সংক্ষিপ্ত পদ্ধতি নিয়ে আলোচনা করা হলো।


নামাজ

নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের সহজ পদ্ধতি নামাজ আদায় করা। নামাজের মাধ্যমে কৃতজ্ঞ বান্দারা উন্নত স্তরে পৌঁছায়। হজরত মুগিরা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী কারিম (সা.) রাত জাগরণ করতেন, অথবা হাদিস বর্ণনাকারী বলেছেন, নামাজ আদায় করতেন, এমনকি তার পদযুগল অথবা তার দুপায়ের গোছা ফুলে যেত। তখন এ ব্যাপারে তাকে বলা হলো, এত কষ্ট কেন করছেন? তিনি বলতেন, তাই বলে কি আমি একজন শোকরগুজার বান্দা হবো না? সহিহ বোখারি : ১০৬৩

নবী কারিম (সা.) নিষ্পাপ চরিত্রের অধিকারী হওয়া সত্ত্বেও কৃতজ্ঞতা প্রকাশে এত কষ্ট স্বীকার করেছেন, তাহলে পাপে ভরা  উম্মতের কতটুকু শ্রম সাধনা করা উচিত তা সহজেই উপলব্ধি করা যায়।

দোয়া

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পর বিভিন্ন আমলের কথা বর্ণিত হয়েছে। বিশেষ একটি দোয়ার মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। এই দোয়া পাঠের জন্য হজরত রাসুলুল্লাহ (সা.) তার সাহাবিকে অসিয়ত করেছেন। হজরত মুয়াজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার হজরত রাসুলুল্লাহ (সা.) তার হাত ধরে বলেন, হে মুয়াজ! আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি। অতঃপর তিনি বলেন, আমি তোমাকে কিছু অসিয়ত করতে চাই। তুমি নামাজ আদায়ের পর এটা পাঠ করা কোনো সময় ত্যাগ করবে না। তা হলো- আল্লাহুম্মা আইন্নি আলা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সুনানে আবু দাউদ : ১৫২২

ছোট্ট বাক্যে কৃতজ্ঞতা প্রকাশ

কৃতজ্ঞতা প্রকাশের সহজ ও ছোট্ট বাক্য হলো আলহামদুলিল্লাহ। বাক্যটি ছোট হলেও গুরুত্ব ও তাৎপর্য অনেক। পবিত্র কোরআন শুরু হয়েছে এই বাক্য দ্বারা। মহান আল্লাহর প্রশংসা ও মহাত্মা বর্ণনা করার জন্য এর চেয়ে উত্তম বাক্য আর নেই। হজরত জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত।

তিনি বলেন, আমি হজরত রাসুলুল্লাহ (সা.)কে বলতে শুনেছি যে, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর সর্বোত্তম দোয়া (কৃতজ্ঞতাসূচক বাক্য) হলো- আলহামদুলিল্লাহ। জামে তিরমিজি : ৩৩৮৩

এ ছাড়া রোজা, দান-সদকা ইত্যাদি ইবাদতের মাধ্যমেও মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। সবার উচিত বেশি বেশি করে কৃতজ্ঞতা প্রকাশ করা।