দোয়া শক্তিশালী আমলও
দোয়া একটি স্বতন্ত্র ইবাদত।
এর মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয় ও নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হয়।
মানুষ মাত্রই ভুল করে, গোনাহ করে। নবীরা ছাড়া সাধারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তাই ছোট কিংবা বড়, কোনো না কোনো গোনাহে মানুষ লিপ্ত হয়। গোনাহ করা অপরাধ, তবে গোনাহের পর তা মাফের জন্য আল্লাহর কাছে দোয়া না করা আরও মারাত্মক পর্যায়ের অপরাধ।
তাই গোনাহ থাকুক বা না থাকুক, প্রয়োজন থাকুক বা না থাকুক, সর্বাবস্থায় আল্লাহর দিকে শরণাপন্ন হওয়া, প্রার্থনা করা একজন প্রকৃত মুমিনের কাজ।
মানুষের যাবতীয় প্রয়োজন ছাড়াও সবসময় আল্লাহর কাছে দোয়া করা উচিত। কেননা দোয়াকে ইবাদত বলা হয়েছে। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, দোয়া ইবাদতের মগজ। -সুনানে তিরমিজি : ৩৩৭১