মস্কোতে ৯১ ড্রোন হামলা চালাল ইউক্রেন

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০২:০২ PM

যুদ্ধ সমাপ্তির আলোচনার মধ্যেই ব্যাপক হামলা শুরু করেছে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার রাজধানী মস্কোতে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত ৯১টি ড্রোন ছুড়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।

এতে অন্তত একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলার জেরে বিভিন্ন স্থানে আগুন লেগে যায়। এছাড়া রাজধানী মস্কোর চারটিসহ মোট ৬টি বিমানবন্দর বন্ধ করে দেওয়ার পাশাপাশি বহু ফ্লাইট অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, মঙ্গলবার রাশিয়ার রাজধানীতে ইউক্রেন তাদের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে। মস্কোকে লক্ষ্য করে কমপক্ষে ৯১টি ড্রোন হামলা চালানো হয়, যার ফলে কমপক্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে আগুন লেগে যায়, বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় এবং কয়েক ডজন ফ্লাইটের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয় বলে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার আকাশে মোট ৩৩৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে ৯১টি মস্কো অঞ্চলে এবং ১২৬টি কুরস্ক অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার এই কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনী পিছু হটছে।

রয়টার্স বলছে, তিন বছর ধরে চলা যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তি আলোচনার জন্য সৌদি আরবে মার্কিন প্রতিনিধি দলের সাথে দেখা করার প্রস্তুতি নেওয়ার সময় এবং রুশ বাহিনী পশ্চিম রাশিয়ার কুরস্ক অঞ্চলে হাজার হাজার ইউক্রেনীয় সৈন্যকে ঘিরে ফেলার চেষ্টা করার সময় মঙ্গলবার ভোরের দিকে বিশাল এই ড্রোন হামলাটি শুরু হয়।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও শহরের ওপর আক্রমণ প্রতিহত করছে। রাশিয়ার এই রাজধানী শহরের আশপাশের অঞ্চলের জনসংখ্যা কমপক্ষে ২.১ কোটি এবং এটি ইউরোপের বৃহত্তম মহানগর অঞ্চলগুলোর মধ্যে একটি।

সোবিয়ানিন টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, “মস্কোর ওপর শত্রু বাহিনীর ইউএভি (মনুষ্যবিহীন বিমানবাহী যান) এর সবচেয়ে বড় আক্রমণ প্রতিহত করা হয়েছে।”

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিভ বলেছেন, হামলায় কমপক্ষে একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। এছাড়া তিনি একটি ধ্বংসপ্রাপ্ত অ্যাপার্টমেন্টের ছবি পোস্ট করেছেন যার জানালা হামলার জেরে ভেঙে গেছে।

ভোরোবিভ বলেন, মস্কো অঞ্চলের রামেনস্কয় জেলার একটি বহুতল ভবন থেকে কিছু বাসিন্দাকে সরে যেতে বাধ্য করা হয়েছে। এই অঞ্চলটি ক্রেমলিন থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত।

অবশ্য ইউক্রেনের এই হামলার পরও মস্কোতে আতঙ্কের কোনও লক্ষণ দেখা যায়নি এবং মস্কোর প্রাণকেন্দ্রের বাসিন্দা ও যাত্রীরা স্বাভাবিকভাবে তাদের কাজ-কর্ম করছেন।

রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, হামলার পর বিমান নিরাপত্তা নিশ্চিত করার জন্য মস্কোর চারটি বিমানবন্দরেই ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। মস্কোর পূর্বে অবস্থিত ইয়ারোস্লাভল এবং নিঝনি নভগোরড অঞ্চলে অবস্থিত আরও দুটি বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে।

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে চান, তবুও কুরস্কে রাশিয়ার বসন্তকালীন আক্রমণ এবং রাশিয়ার গভীরে ধারাবাহিকভাবে ইউক্রেনীয় ড্রোন হামলার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে সংঘাত আরও উত্তপ্ত হয়ে উঠছে।

রয়টার্স বলছে, রাশিয়া মস্কো এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর অসংখ্য ইলেকট্রনিক “ছাতা” তৈরি করেছে, কৌশলগত ভবনগুলোর ওপরও অতিরিক্ত উন্নত অভ্যন্তরীণ স্তর তৈরি করেছে এবং রাজধানীর কেন্দ্রস্থলে ক্রেমলিনে পৌঁছানোর আগে ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করার জন্য জটিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও তৈরি করা হয়েছে।