বাইডেনের আমলে ৭৮ আদেশ বাতিলসহ আরও কিছু নির্দেশনায় ট্রাম্পের স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ০৮:০৪ AM

নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বেশ কিছু আদেশ বাতিল করেছেন এবং কিছু নতুন নির্দেশনা জারি করেছেন। ২০ জানুয়ারি (সোমবার) ওয়াশিংটন ডিসির ক্যাপিটলে শপথ গ্রহণের পর তিনি ক্যাপিটাল ওয়ান স্টেডিয়ামে যান এবং সেখানে হাজার হাজার সমর্থকের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ আদেশে সই করেন। এই আদেশগুলো হলো:

১. বাইডেন আমলের ৭৮টি আদেশ বাতিল করা, যার মধ্যে কিউবাকে সন্ত্রাসীদের আশ্রয়স্থল থেকে বাদ দেওয়া এবং ফিলিস্তিনের পশ্চিমতীরে অবৈধ ইসরায়েলি দখলদারদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

২. আমলাদের প্রবিধান জারির ক্ষমতা স্থগিত করা, যাতে তার প্রশাসন পূর্ণ দায়িত্ব না নেওয়া পর্যন্ত আমলারা কোনো নতুন প্রবিধান জারি করতে না পারেন।

৩. সামরিক এবং বিশেষ কিছু জায়গায় সরকারি নিয়োগ স্থগিত করা।

৪. সব নির্বাহী কর্মকর্তা/কর্মচারীদের স্বশরীরে কর্মক্ষেত্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া।

৫. জীবনমান ব্যয় কমানোর জন্য সব বিভাগকে নির্দেশনা প্রদান।

৬. প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করা।

৭. বাকস্বাধীনতা পুনরুদ্ধার এবং সরকারি সেন্সরশিপ বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়া।

সূত্র: বিবিসি