প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ অনুষ্ঠান আজ
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ আগামী সোমবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানটি স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে অনুষ্ঠিত হবে এবং এতে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নেবেন।
এই শপথ গ্রহণের মাধ্যমে ট্রাম্প-ভ্যান্সের নেতৃত্বাধীন নতুন প্রশাসনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শপথের অনুষ্ঠানটি ২০০ মিলিয়ন ডলার খরচে আয়োজিত হবে এবং এতে নিরাপত্তা নিশ্চিত করতে ২৫ হাজার আইন প্রয়োগকারী সংস্থা ও ৭৮০০ ন্যাশনাল গার্ড সদস্য দায়িত্ব পালন করবেন।
অতীতের শপথ অনুষ্ঠানগুলির বিপরীতে, তীব্র শীতের কারণে এবার শপথ হবে ক্যাপিটল ভবনের অভ্যন্তরে (ইনডোর)। এই ধরনের শপথ গ্রহণ গত ৪০ বছরে প্রথম।
অনুষ্ঠান শেষে ট্রাম্প তাঁর প্রথম দিনেই রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশ জারি করবেন, যা তাঁর অভিষেক ভাষণের পরপরই শুরু হবে। এরই মধ্যে মার্কিন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলো ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ২০০ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করেছে।
শপথ গ্রহণের আগে ট্রাম্প ওয়াশিংটনে এসে একটি সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং সেখানে গাজা, টিকটক, প্রথম দিনের কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।
এবারের শপথে মার্কিন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস ট্রাম্পের শপথ বাক্য পাঠ করবেন।