গ্রিনল্যান্ডে হামলার হুমকি; ট্রাম্পকে সতর্ক করলো ফ্রান্স-জার্মানি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ PM

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের অধিকার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির পরিপ্রেক্ষিতে, জার্মানি ও ফ্রান্স তাকে সতর্ক করেছে। তারা সীমানার অখণ্ডতার নীতি রক্ষা করার প্রয়োজনীয়তা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, "সীমানার অখণ্ডতা প্রতিটি দেশের জন্য প্রযোজ্য।" ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল ব্যারো বলেন, ইউরোপীয় ইউনিয়ন কখনোই অন্য কোনো দেশের সীমান্তে আক্রমণকে বরদাস্ত করবে না।

অন্যদিকে, ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন, এবং ২০১৯ সাল থেকেই তিনি এই অঞ্চলটি কেনার আগ্রহ প্রকাশ করেছেন। তবে ডেনমার্ক স্পষ্ট করে জানিয়েছে যে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং এর মালিক মূলত গ্রিনল্যান্ডবাসী।

এছাড়া ট্রাম্পের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউরোপীয় দেশগুলোকে নিজেদের শক্তি গড়ে তুলতে হবে এবং এ ধরনের হুমকির বিরুদ্ধে দাঁড়াতে হবে।

এই পরিস্থিতির প্রেক্ষিতে, জার্মানি, ফ্রান্স, এবং ডেনমার্কের মধ্যে সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তবে ইইউ-এর নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় ন্যাটোকে প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনা করা হচ্ছে।