গাজা যুদ্ধবিরতি কার্যকর; ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ১০:৪৩ AM

দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ের পর ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এই চুক্তির প্রথম দিনে হামাস তিনজন ইসরায়েলি জিম্মি – রোমি গনেন, ডোরন স্টেইন ব্রেচার, এবং এমিলি দামারিকে ইসরায়েলের হাতে হস্তান্তর করেছে। এর পরই, ইসরায়েলি কারাগার থেকে ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের মধ্যে ৬৯ জন নারী এবং ২১ জন কিশোর রয়েছে এবং অধিকাংশ ফিলিস্তিনি সম্প্রতি আটক করা হয়েছিল, তবে তাদের বিরুদ্ধে কোনো সাজা দেওয়া হয়নি।

গতকাল রবিবার (১৯ জানুয়ারি) গাজায় কার্যকর হওয়া বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতির প্রথম দিন ছিল। চুক্তির আওতায়, একজন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ৩০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। মুক্তিপ্রাপ্ত বন্দিদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনিস হাসপাতালে পাঠানো হবে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে, ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, গাজার বাসিন্দারা ১৫ মাসের বোমা হামলা বন্ধ হওয়ার পর নিজেদের বাড়িঘরের দিকে ফিরে যাচ্ছেন, তবে তারা খাদ্যের জন্য অপেক্ষা করছেন। গাজার ত্রাণ পরিস্থিতির উন্নতির জন্য, প্রতিদিন অন্তত ৬০০ ট্রাক ত্রাণ সরবরাহ করা হবে।

এছাড়া, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজার ৪৬ হাজার ৯১৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ১১০,৭৫০ জন আহত হয়েছেন। চুক্তির পরবর্তী ধাপে হামাসের হাতে থাকা বাকি ইসরায়েলি জিম্মিরাও মুক্তি পাবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে। এটি শান্তি স্থাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।

চুক্তির তৃতীয় ও চূড়ান্ত ধাপে গাজার পুনর্গঠন কাজ শুরু হবে, যা কয়েক বছর সময় নিতে পারে।