সপ্তাহ পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের আগুন
লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানল সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঝড়ো বাতাসের পূর্বাভাসে পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে, যার কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্যালিসেডস এবং ইটনের দাবানলে কিছুটা অগ্রগতি হলেও পরিস্থিতি ভয়াবহ। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার সার্ভিস প্রধান অ্যান্থনি ম্যারোন বাসিন্দাদের যেকোনো সময় সরে যাওয়ার প্রস্তুতি নিতে বলেছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম দাবানলটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করেছেন।
ঝড়ো বাতাসের কারণে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, তাই জাতীয় আবহাওয়া পরিষেবা দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে লাল পতাকা সতর্কতা জারি করেছে, যা বিপজ্জনক পরিস্থিতি নির্দেশ করে। লস অ্যাঞ্জেলেসের মেয়র বলেছেন, ঝড়ো বাতাসের আগমনের আগে জরুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন, ৯২ হাজারেরও বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও ৮৯ হাজার মানুষকে সতর্ক করা হয়েছে। শঙ্কা প্রকাশ করা হচ্ছে যে, যদি বাতাস আরও তীব্র হয়, তাহলে দাবানল আরও বিস্তার লাভ করবে, যা বড় একটি বিপর্যয়ের কারণ হতে পারে।
এছাড়া, দাবানলের পাশাপাশি ক্ষয়ক্ষতি এবং মানুষের দুর্দশা চরম পর্যায়ে পৌঁছেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম জানিয়েছেন যে, এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে আগুনের মাঝেই লুটপাটের ঘটনা বেড়ে গেছে। এজন্য আক্রান্ত এলাকায় কারফিউ জারি করা হয়েছে। এছাড়া লুটপাটের অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।