লস অ্যাঞ্জেলেসের আগুন নিয়ন্ত্রণে উদ্ধারকর্মী পাঠাতে চায় ইরান
ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। পুড়ে গেছে কয়েক হাজার হেক্টর এলাকা। ৫ দিনেও নিয়ন্ত্রনে আসেনি আগুন। এমতাবস্থায় দেশটির চলমান দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করতে উদ্ধারকর্মী পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে ইরান। ইরান সরকার জানিয়েছে, তারা উদ্ধারকর্মী পাঠাতে প্রস্তুত।
ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস ও ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, গতকাল শনিবার পেজেশকিয়ান প্রশাসনের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ক্যালিফোর্নিয়ার দাবানল মোকাবিলায় সহায়তা করার জন্য দ্রুত উদ্ধারকর্মী দল পাঠাতে প্রস্তুত রয়েছি।’
ফাতেমেহ মোহাজেরানি আরও বলেন, ‘যুদ্ধের কারণে হোক কিংবা প্রাকৃতিক কারণে হোক, প্রাণ ও প্রকৃতি যখন ধ্বংস হতে থাকে, তখন কোনো মানবিক মানুষ উদাসীন থাকতে পারে না। আমরা ক্যালিফোর্নিয়ার জনগণের প্রতি সহানুভূতিশীল। তারা দাবানলের কবলে পড়লে ঘরবাড়িসহ সর্বস্ব হারিয়ে ফেলেছে।’
এরই মধ্যে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ মার্কিন রেড ক্রসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লিফ হল্টজের প্রতি একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই, এই চ্যালেঞ্জিং সময়ে আপনারা একা নন। সাম্প্রতিক অগ্নিকাণ্ড প্রমাণ করেছে যে, এই সংকট মোকাবেলা স্থানীয় সক্ষমতাকে ছাড়িয়ে গেছে, আগুন নেভানোর জন্য বিশ্বব্যাপী সমর্থন প্রয়োজন। প্রকৃতির মাধ্যমে আগুনের দ্রুত বিস্তার কেবল মানুষের জীবনকেই হুমকির মুখে ফেলে না, আমাদের গ্রহ এবং পরিবেশের ভবিষ্যতকেও হুমকির দিকে ঠেলে দিচ্ছে।
তারা লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে বলেও জানান পিরহোসেইন কোলিভান্দ।
মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান যখন ব্যাপক অর্থনৈতিক ও জ্বালানি সঙ্কটের মুখে পড়েছে, তখন তারাই যুক্তরাষ্ট্রের বিপদের সময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল। জ্বালানি সঙ্কটের কারণে ইরানে বহু স্কুল ও সরকারি অফিস বন্ধ রয়েছে।
প্রায় প্রতি বছর গ্রীষ্ম মৌসুমে যুক্তরাষ্ট্রের বনগুলোতে দাবানল সৃষ্টি। দাবানল মোকাবিলায় মার্কিন সরকার বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সমালোচনার মুখে পড়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১২ হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা।
গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস কাউন্টির আশপাশে ৬টি জায়গায় দাবানল ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসকে ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।