আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের দুঃখ প্রকাশ
ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকায় আগুন দিয়েছে ভারতের হিন্দুত্ববাদীরা। সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে এ হামলা চালায় তারা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে থাকা বাংলাদেশের হাইকমিশন, ডেপুটি হাইকমিশন ও সহকারী হাইকমিশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভারতের জাতীয় পতাকা অবমাননার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কেন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এই অভিযোগ তুলে কিছু উচ্ছৃঙ্খল জনতা সোমবার আগরতলায় বাংলাদেশ সরকারী হাইকমিশনে প্রবেশ করে। এ সময় বিক্ষোভকারীরা ব্যাপক ভাঙচুর চালায় এবং বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
ভারত-বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এমন ঘটনা আগে হয়নি।
এ ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলায় দুঃখ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, কোনো পরিস্থিতিতেই কোনো কূটনৈতিক কেন্দ্রে হামলা গ্রহণযোগ্য নয়।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সরকার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং দেশের অন্যান্য স্থানে থাকা ডেপুটি ও সহকারী হাইকমিশনগুলোর নিরাপত্তা বাড়িয়েছে।
এর আগে, পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনেও বিক্ষোভ হয়েছিল।