গাজার স্কুলে ইসরায়েলি হামলা; নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ AM

ফিলিস্তিনের অধিকৃত গাজার আল তাবিন স্কুল আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে অন্তত ৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। 

আজ বুধবার (২৭ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন, এছাড়া অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছে।

ইসরায়েল গত আগস্ট থেকে আল তাবিন আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়ে আসছে। এখন পর্যন্ত সেখানে ১০০ এর অধিক মানুষকে হত্যা করেছে দখলদার বাহিনী। যাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। 

পূর্বে স্কুলটিতে ইসরায়েলি হামলায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে। যখন মানুষ ফজরের নামাজ আদায়ের জন্য মিলিত হয়েছিল, তখন স্কুলটিতে হামলা হয়। সেখানে স্কুলের অসংখ্য বেসামরিক আশ্রয়প্রার্থী ছিল।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অধিকৃত গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। তাদের বর্বর হামলায় উপত্যকাটিতে এখন পর্যন্ত ৪৪ হাজার ২৪৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১ লক্ষ ৪ হাজার ৪৬ জন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

এছাড়া ইসরায়েলি হামলায় উপত্যকাটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। উদ্বাস্তু হয়েছে গাজার ২২ লাখ বাসিন্দা। খাদ্য ও পানি সংকটে নরকের জীবন পার করছে অধিবাসীরা।