দক্ষিণ বৈরুতের অধিবাসীদের জোরপূর্বক বাস্তুচ্যুতির হুকুম দিল ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ১০:৩৫ AM

দখলদার ইসরায়েলি সেনাবাহিনী হুমকি দিয়েছে যে, তারা খুব শীঘ্রই দক্ষিণ লেবাননের কয়েকটি ভবনে হামলা চালাবে, এজন্য এর আশাপাশের অধিবাসীদেরকে অবিলম্বে স্থান ত্যাগ করার কথা বলেছে।

ইসরায়েলের আরবি ভাষার মুখপাত্র অভিচয় আদরাই দুটি এক্স পোস্টে বলেছেন, তারা দক্ষিণ লেবাননের শহরতলি বোর্জ এল ব্রজনেহ এবং তাহুইতেত আল-গাদি এলাকার কয়েকটি ভবনের মানচিত্র প্রকাশ করেছে যেখানে হামলা চালানো হবে বলে জানানো হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, "আপনার এবং আপনার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য অবশ্যই এইসকল বাসভবন এবং এর আশেপাশের এলাকা খালি করবেন।"

সূত্র: আল জাজিরা