অপপ্রচার কর্মীদের জীবন সংকটের মুখে ফেলছ: ফিলিস্তিনে জাতিসংঘ ত্রাণ সংস্থার প্রধান
ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। সংস্থাটির প্রধান ফিলিপ্পি লাজ্জারিনি এই মিথ্যা তথ্য ছড়ানোর নিন্দা করেছেন।
এক এক্স পোস্টে তিনি লেখেন, "শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর উদ্দেশ্য হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং এজেন্সি ভেঙ্গে ফেলার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দৃষ্টি ঘোরানোর চেষ্টা।"
এটি আসলে যা গুরুত্বপূর্ণ তা থেকে ভিভ্রান্তি সৃষ্টি করছে। গাজায় যুদ্ধের ধ্বংসযজ্ঞ ও অঞ্চলটির বেসামরিক নাগরিকদের ওপর যা চলছে এবং আমাদের টিম যারা বিরতিহীনভাবে জীবন বাঁচানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছে সে বিষয়গুলিকে ধ্বংস করছে।
এসব প্রচারণা ফিলিস্তিনি শরণার্থীদের জীবন ধ্বংস করছে এবং গাজায় আমাদের কর্মীদের জীবন সংকটের মুখে ফেলছে; তিনি যোগ করেন।
গত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর অন্তত ২৪৩ জন ইউআনআরডব্লিউএ-এর সহ মোট ১৩ হাজার কর্মী নিহত হয়েছেন। এ সংঘাত সাম্প্রতিক সময়ের ইতিহাসে কর্মীদের জন্য সবচেয়ে মারাত্মক। এছাড়া ইসরায়েলি সরকার তাদের দখলকৃত অঞ্চল, গাজা এবং পশ্চিম তীরে ত্রাণ সংস্থার কর্মীদের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।