অসুস্থতাজনিত ছুটিতে সব ক্রু; ৭৮ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ০৮ মে ২০২৪, ০২:০৯ PM

একসাথে অসুস্থতার ছুটি নিয়েছেন ভারতের অন্যতম উড়োজাহাজ সেবা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সব কেবিন ক্রু। যার ফলে এয়ার ইন্ডিয়ার ৭৮টি ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (৮ মে) প্রায় ৩০০ কেবিন ক্রু সদস্যরা নিজেদের অসুস্থ জানিয়ে তাদের মোবাইল ফোন বন্ধ করার পর শিডিউল বিপর্যয়ের মুখে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বাতিল করা হয়।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ব্যবস্থাপনা বর্তমানে কেবিন ক্রুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। জানা গেছে, কেবিন ক্রু সদস্যরা টাটা গ্রুপের মালিকানাধীন এয়ারলাইনে নতুন নিয়োগের মেয়াদের বিরুদ্ধে প্রতিবাদ করছে।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র জানিয়েছেন, আমাদের কেবিন ক্রুদের এক বড় অংশ নিজেদের অসুস্থ দাবি করে এবং ফোন নম্বর বন্ধ করে দেয়। গতকাল রাত থেকে একে একে সবাই এমন করা শুরু করেছে। আমরা এই ঘটনার পিছনে কারণগুলো বোঝার জন্য কেবিন ক্রুদের সাথে যোগাযোগের চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আমরা এই অপ্রত্যাশিত ব্যাঘাতের জন্য আন্তরিকভাবে আমাদের গ্রাহকদের কাছে ক্ষমাপ্রার্থী এবং শীঘ্রই আমাদের সেবা পুরনরায় চালু করার চেষ্টা করছি।

এরার ইন্ডিয়ার বেশ কয়েকজন গ্রাহক তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হঠাৎ ফ্লাইট বাতিলের অভিযোগ করেছেন। তারা বলেছে, তাদের ফ্লাইট বাতিলের কোনো আগাম তথ্য বা সূচনা দেয়া হয়নি।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেছে, আমরা এই অসুবিধার জন্য দুঃখিত। এই ফ্লাইট বাতিলের সম্পূর্ণ তথ্য জানানো হবে।