রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি
২০২২ সালের ২৪ এপ্রিল রাশিয়া ইউক্রেনে হামলা চালালে শুরু হয় রুশ-ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধে ন্যাটো ও পশ্চিমাদের ব্যাপক সমর্থন পেলেও কর্যত কিছুই করতে পারছে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নাম ‘ওয়ান্টেড’ তালিকায় যুক্ত করেছে রাশিয়া। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করেছে।
রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, এর আগে রাশিয়ার পুলিশ বাহিনী এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কাল্লাস, লিথুয়ানিয়ার সংস্কৃতিমন্ত্রীসহ লাটভিয়ার আইনসভার সাবেক কয়েকজন সদস্যকে ‘ওয়ান্টেড’ তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। তাদের বিরুদ্ধে সোভিয়েত যুগের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলার অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের এক কৌঁসুলির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। হয়েছে। ওই কৌঁসুলি গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ের কাজ করেছিলেন।
মূলত ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর ইউক্রেন ও ইউরোপের আরও বেশ কয়েকটি দেশের এসব নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাশিয়া।
এদিকে জেলেনস্কিকে ওয়ান্টেড তালিকায় যুক্ত করায় রাশিয়ার সমালোচনা করেছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই আন্তর্জাতিক ফৌজদারি আদালতের ওয়ারেন্টের অধীনে রয়েছেন।