ইসরায়েলি অভিমুখী বৃটিশ জাহাজে হামলা চালালো হুথি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৪, ১০:০৮ AM

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে ইসরায়েলের সব জাহাজে হামলা চালানোর ঘোষণা দেয় ইয়েমেনের স্বশস্ত্র ঘোষ্ঠী হুথিরা। এছাড়া ইসরায়েল অভিমুখী সব জাহাজেও হামলার ঘোষণা দিয়ে কয়েক দফায় হামলা শুরু করে ইরান সমর্থিত এই গোষ্ঠী। এর প্রতিবাদে হুথিদের ওপর হামলা শুরু করে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। এবার ইসরায়েল অভিমুখী একটি ব্রিটিশ তেলের ট্যাংকারে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ‘হুথি’। এডেন উপসাগরে চালানো এই হামলার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। 

এরই মধ্যে হামলার দায় স্বীকার করে হুথির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নৌ শাখা এই হামলা চালিয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক বিবৃতিতে বলেছেন, বেশ কয়েকটি উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ‘মারলিন লুয়ান্ডা’ নামের ব্রিটিশ ট্যাংকারটিতে সরাসরি আঘাত করা হয়েছে।

মূলত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর দিয়ে চলাচল করা জাহাজে হামলা শুরু করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ফলে গত দুই মাসে সেখান দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ৪৫ শতাংশ কমেছে। 

আমেরিকার নানা পদক্ষেপেও কমানো যাচ্ছে না বিদ্রোহী গোষ্ঠীটির হামলা। তাদের দাবি, গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা কার্যকর করা। 

সূত্র: প্রেসটিভি, এপি, মাহের নিউজ এজেন্সি, আল মায়াদিন