ফিলিস্তিনে গণহত্যা হচ্ছে

ফিলিস্তিনের গণহত্যাকে বাংলাদেশ সমর্থন করে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৪, ১২:৫৩ PM

জনগণের ভোটে যেহেতু নির্বাচনে এসেছি তাই জনগণের কল্যাণেই কাজ করে যাবো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও টানা চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) গণভবনে প্রবাসী নেতাদের সাথে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ স্বতঃস্ফুর্তভাবে এবার ভোট দিয়েছে। কেউ যাতে নির্বাচনে অংশগ্রহণ না করে এবং ভোট না দেয় সেজন্য বিএনপি লিফলেট বিতরণ করেছে। এই লিফলেট বিতরণের ফলে দেখা গেল ঘটনা উল্টে গেছে। এতে মানুষজন আরও উৎসাহিত হয়েছে। তারা বলছে- ‘না, আমাদের ভোট দিতেই হবে’।

শেখ হাসিনা বলেন, বিএনপি এখন পথহারা পথিক। হারের ভয়েই দলটি নির্বাচন করেনি। তারা নির্বাচন বাতিলের জন্য লাফালাফি করছে। জনগণের ভোটে যেহেতু সরকারে এসেছি তাই জনগণের কল্যাণেই কাজ করে যাবো।

সরকার যুদ্ধ নয় শান্তি চায় উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে। বাংলাদেশ সবসময়ই ফিলিস্তিনিদের সাথে আছে। সাধ্যমতো তাদের জন্য কাজ করেও যাচ্ছে। এই গণহত্যাকে বাংলাদেশ সমর্থন করে না বলেও মন্তব্য করেন সরকারপ্রধান শেখ হাসিনা।