যুদ্ধপরবর্তী পরিকল্পনা: গাজার নিরাপত্তা ব্যবস্থা থাকবে ইসরায়েলের হাতে
যুদ্ধের পর গাজার নিয়ন্ত্রণ কিভাবে কে করবে এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। হামাসের হাত থেকে গাজা ছিনিয়ে নেওয়ার পর ফিলিস্তিনি এ ভূখণ্ডে ইসরায়েলি আধিপত্য প্রতিষ্ঠা পাবে এমন ধারণা আরও বদ্ধমূল হল এবার। গাজায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত।
শুক্রবার (৫ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শেষ হলে গাজায় আর হামাসের নিয়ন্ত্রণ থাকবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। একই সঙ্গে গাজার পুরো নিরাপত্তা ব্যবস্থা থাকবে ইসরায়েলের হাতে। তবে নির্দিষ্ট কিছু শর্তের বিনিময়ে গাজা উপত্যকার সীমিত নিয়ন্ত্রণ ক্ষমতা পাবে ফিলিস্তিনিরা।