ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলাকে স্বাগত জানিয়েছে মালয়েশিয়া
মালয়েশিয়া আইসিজে-তে দক্ষিণ আফ্রিকার আবেদন অনুমোদন করেছেগাজায় গণহত্যা লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে কার্যক্রম শুরু করার জন্য দক্ষিণ আফ্রিকাকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি জারি করেছে মালয়েশিয়া।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে লিখেছে, “গণহত্যা কনভেনশনের সহযোগী পক্ষ হিসেবে, মালয়েশিয়া ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের অধীনে তার বাধ্যবাধকতা পূরণ করতে এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের নৃশংসতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের একজন মুখপাত্র ক্লেসন মনিয়েলা বলেছেন, দক্ষিণ আফ্রিকা আশা করছে "আরো দেশ … আগামী দিনে একই ধরনের বিবৃতি জারি করবে"।
এর আগে গত শুক্রবার গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে অভিযোগ তুলে আন্তর্জাতিক আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। তারা বলেছে যে গাজা উপত্যকায় মৃত্যু, ধ্বংস এবং মানবিক সংকটের মাত্রা আন্তর্জাতিক আইনের অধীনে ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের দ্বার পূরণ করে।
দক্ষিণ আফ্রিকা ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করার নির্দেশ দিতে বলেছে আদালতকে।
সূত্র: আল জাজিরা