ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে মামলা করল সুপারনোভা ফেস্টিভ্যালে বেঁচে যাওয়া ব্যক্তিরা

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৪, ০১:২৭ PM

দক্ষিণ ইসরাইলের সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যালে ৭ অক্টোবর হামাসের হামলায় বেঁচে যাওয়া ৪২ জনের একটি দল ইসরায়েলি সেনাবাহিনী, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়, পুলিশ বাহিনী এবং শিন বেটের কাছ থেকে ২০০ মিলিয়ন শেকেল (৫৬ মিলিয়ন ডলার) ক্ষতিপূরণ চেয়ে একটি দেওয়ানী মামলা শুরু করেছে।

মামলায় বাদীরা বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তারা একটিমাত্র ফোনকলে জীবন বাঁচাতে পারতো; প্রত্যাশিত বিপদের প্ররিপ্রেক্ষিতে যদি তারা সবাইকে চলে যাওয়ার জন্য সতর্ক করে দিত।

ইসরায়েলি মিডিয়ায় মামলার প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মামলায় আরও বলা হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষের একটি আহ্বান " শত শত পার্টিগামীর শারীরিক ও মানসিক আঘাত প্রতিরোধ করতে পারতো।"

প্রায় ৩,৫০০ লোক সুপারনোভা সঙ্গীত উৎসবে অংশ নিয়েছিল যেখানে হামাস যোদ্ধারা ট্রাক এবং মোটরসাইকেলে এসে হামলা চালালে কমপক্ষে ২৬০ জন নিহত হয়। এছাড়া অনেককে বন্দী করা হয়।