যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৪
যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এছাড়া বিবিসি, সিএনএন, গার্ডিয়ানও অনুরূপ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। উত্তর আমেরিকার দেশ লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাদা লাস ভেগাসের প্রধান ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এছাড়া হামরাকারীও নিহত হয়েছেন।
রয়টার্স বলছে, কর্তৃপক্ষ নিহতদের পরিচয় জানাতে পারেনি। এছাড়া সন্দেহভাজন ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত নাকি নিজেই আত্মহত্যা করেছেন তাও স্পষ্ট নয়।
তবে লাস ভেগাস পুলিশ বিভাগ সোশ্যাল মিডিয়ায় লিখিত বিবৃতিতে বলেছে, বন্দুকধারী ছাড়াও তিনজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে এপির প্রতিবেদনে বলা হয়েছে, লাস ভেগাসের নেভাদা বিশ্ববিদ্যালয়ের (ইউএনএলভি) পুলিশ প্রধান অ্যাডাম গার্সিয়া সংবাদ সম্মেলনে জানান, বুধবার পৌনে বারোটার দিকে নেভাদা বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। ঘটনার সময় ছুটে যায় ক্যাম্পাস ও স্থানীয় পুলিশ। পরে বন্ধুকযুদ্ধে সন্দেহভাজনকে হত্যা করে বিশ্ববিদ্যালয়ের গোয়েন্দারা।
এপির প্রতিবেদনে বলা হয়, লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ শেরিফ কেভিন ম্যাকমাহিল বলেন, ছাত্র-ছাত্রীরা মাঠে খেলাধুলা করছিল। তখন যদি হামলাকারীকে পুলিশ না মারতো তাহলে আরও হতাহতের ঘটনা ঘটতে পারতো।
ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনও কিছু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়নি বলেও জানায় এপি।