হুথিদের ছোড়া ড্রোন ভূপাতিত করার দাবি যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩, ০১:২৭ PM

লোহিত সাগরে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানায়, আজ বৃহস্পতিবার ইয়েমেনের স্থানীয় সময় সকালে একটি মার্কিন যুদ্ধজাহাজ লোহিত সাগরে টহল দেওয়ার সময় কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করে।

কেন্দ্রীয় কমান্ডের বার্তায় বলা হয়, যুদ্ধজাহাজ ইউএসএস টমাস হান্ডার সেই এলাকায় টহলের সময় ড্রোনগুলো ভূপাতিত করে। সেসময় জাহাজের কোনো ক্ষতি বা কোন ক্রু আহত হননি।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ করছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠীরা। এর আগে তারা ইসরায়েলের দিকে রকেট ছুঁড়েছিল। তবে টহলরত থাকা মার্কিন যুদ্ধজাহাজ সেগুলোকে প্রতিহত করে।