গাজা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল আরও ১ দিন

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ০৫:৩৬ AM

ইসরায়েলের সামরিক বাহিনী সবেমাত্র ঘোষণা করেছে যে হামাসের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। "জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার আলোকে এবং চুক্তির শর্তাবলী সাপেক্ষে" এ যুদ্ধবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।

একটি পৃথক বিবৃতিতে হামাস বলেছে যে, সপ্তম দিনের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর জন্য একটি চুক্তি হয়েছে।

এর আগে, শেষ ঘন্টা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলিদের মুক্তির নতুন তালিকায় দুই পক্ষ একমত হতে ব্যর্থ হওয়ার পরে যুদ্ধবিরতি বাড়ানোর সম্ভাবনা প্রশ্নবিদ্ধ ছিল।

এর আগে বেনামী সরকার এবং নিরাপত্তা কর্মকর্তারা ইসরায়েলি মিডিয়ার সাথে কথা বলেছেন এবং বলেছেন যে বৃহস্পতিবার মুক্তি দেওয়ার জন্য বন্দীদের নতুন তালিকার বিষয়ে একমত হয়নি।

মধ্যস্থতাকারীরা ইসরায়েলিদের কাছে তালিকাটি হস্তান্তর করেছে বলে জানা গেছে, তবে ইসরায়েল এটি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে এটিতে পরিবর্তন করা দরকার। এখন, পৃথক সূত্র বলছে সকালের মধ্যে সেই তালিকা সংশোধন না হলে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাবে এবং আবার যুদ্ধ শুরু হবে।

এদিকে ইসরায়েলের জাতীয় পাবলিক ব্রডকাস্টার কান রিপোর্ট করছে যে, দেশটির যুদ্ধ মন্ত্রিসভার বৈঠকটি যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে, যা কয়েক ঘন্টার মধ্যে শেষ হতে চলেছে।

কানের মতে, যুদ্ধ মন্ত্রিসভা "সকাল ৭টার মধ্যে" হামাসের কাছ থেকে ইসরায়েলি বন্দীদের একটি "উন্নত তালিকা" পরবর্তীতে মুক্তি পেতে চায়।

কান একটি ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে বলেছেন, "যদি সকাল সাতটার মধ্যে তালিকা পরিবর্তন না হয় - আমরা আবার যুদ্ধ শুরু করব"।

আল জাজিরা