ইসরায়েলি হামলায় গাজায় ৭৪ মসজিদ ধ্বংস, ক্ষতিগ্রস্ত আরও ১৬২টি

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩, ১১:৫২ AM

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর পাশবিক বোমা হামলা অব্যাহত রয়েছে। একইসঙ্গে তাদের স্থল অভিযানও চলছে। আল শিফা হাসপাতালে এখনও অবস্থান করছে দখলদার বাহিনী।

হাসপাতালের ভেতরে ট্যাংক ও বুলডোজার নিয়ে গেছে তারা। এরই মধ্যে হাসপাতালের একটি ওয়াল ভেঙে ফেলা হয়েছে। ডাক্তার ও রোগীদের জোরপূর্বক জিজ্ঞাসাবাদ করছে ইসরাইলি সেনারা। মঙ্গলবার মধ্যরাতে হাসপাতালটিতে ঢুকে অভিযান শুরু করে দখলদার বাহিনী।

হাসপাতালটির ভেতরে রোগী, স্বাস্থ্যকর্মী এবং বেসামরিক নাগরিক মিলিয়ে কয়েক হাজার মানুষ আটকে পড়েছে। কেউ বের হলেই তাদেরকে গুলি করা হচ্ছে। আশ শিফা হাসপাতালের নিচে হামাসের কমান্ড সেন্টার রয়েছে বলে ইসরাইল এতদিন যে দাবি করছিল তা মিথ্যা প্রমাণিত হয়েছে।

হাসপাতালে কোনো কিছুর অস্তিত্ব পায়নি তারা।  সেখানে অস্ত্র পাওয়া গেছে বলে ইসরাইল যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে গাজায় ক্ষমতাসীন দল হামাস। 

তারা বলেছে, এটা ইসরাইলের সাজানো নাটক। হামাস এর আগেও বলেছে, জাতিসংঘের নিরপেক্ষ প্রতিনিধি দল এসে এখানে তদন্ত চালিয়ে যেতে পারে। এখানে সামরিক কোনো তৎপরতা নেই।

এছাড়া গাজার আল শিফা হাসপাতালে সুড়ঙ্গ পাওয়া গেছে বলে দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। তবে আইডিএফের এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে গণমাধ্যমগুলো।

এদিকে, গাজার মসজিদগুলোর ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। নতুনকরে আরও দু'টি মসজিদ বোমা মেরে ধ্বংস করে দিয়েছে ধর্ম ও মানবতার শত্রু ইসরাইল। গাজায় দখলদার ইসরাইলের বিমান হামলায় এ পর্যন্ত ৭৪টি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া আরও ১৬২টি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মসজিদের বাইরে অন্যান্য ধর্মের পবিত্র স্থানেও হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এ পর্যন্ত তিনটি গির্জা ধ্বংস করা হয়েছে।

সূত্র: পার্স টুডে, আল জাজিরা