ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের নীল মসজিদ
		আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরীফে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক নীল মসজিদ। স্থানীয়ভাবে ‘হযরত আলীর মাজার’ হিসেবে পরিচিত এই স্থাপনাটির কিছু অংশ ধসে পড়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।
আজ সোমবার রাত প্রায় ১টার দিকে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।
বিশ্বের অন্যতম সুন্দর মসজিদ হিসেবে পরিচিত নীল মসজিদটি হযরত আলী (রা.)–এর সমাধিস্থল বলে স্থানীয়ভাবে দাবি করা হয়। তবে ঐতিহাসিক দলিলে উল্লেখ আছে, হত্যাকাণ্ডের পর তাঁকে ইরাকের নাজাফে দাফন করা হয়েছিল। আফগানিস্তানের কিছু মানুষের মতে, শত্রুদের হাত থেকে মরদেহ রক্ষায় গোপনে তা খোরাসানে স্থানান্তর করা হয়। তবে এই দাবির পক্ষে শক্ত প্রমাণ পাওয়া যায়নি।
ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা লোকজনকে উদ্ধারে অভিযান চলছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে গুরুতর আহত এক শিশুকে জীবিত উদ্ধার করছেন।
স্থানীয় বাসিন্দা রাহিমা সিএনএনকে বলেছেন, ‘ভূমিকম্পের পর পরিবারের সবাই আতঙ্কে ঘুম থেকে উঠে ছুটে বেরিয়ে আসে। জীবনে এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করিনি। আমাদের বাড়ি কংক্রিটের হওয়ায় টিকেছে, কিন্তু যাঁদের ঘর মাটির, তারা নিরাপদ আছে কি না জানি না।’