কাশ্মীর হামলায় এবার তল্লাশি চলল শ্রীলঙ্কায়

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার দিকে ধাবিত হচ্ছে। হামলার পর থেকেই উভয় দেশ একে অপরের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক নানা পদক্ষেপ গ্রহণ করেছে। পাল্টাপাল্টি অভিযোগ ও হুমকি-ধমকির ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এ পরিস্থিতির মধ্যেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর দুই দেশের সেনাদের মধ্যে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটেছে।
এমন পরিস্থিতিতে পাকিস্তান-সংলগ্ন সীমান্তের পাশাপাশি বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলেও উচ্চসতর্কতা জারি করেছে ভারত। তদন্তের দায়িত্ব নেওয়ার পর থেকে বড় ধরনের কার্যক্রম পরিচালনা করছে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। পেহেলগাম হামলায় জড়িতদের খুঁজে বের করতে সমগ্র কাশ্মীর জুড়ে পরিচালিত হচ্ছে গোয়েন্দা কার্যক্রম। এরই এবার খবর, হামলাকারীদের খোঁজে তল্লাশি চলেছে পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কায়ও।
আজ শনিবার (৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, এদিন স্থানীয় সময় দুপুর ১২টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইট ও কলম্বো বিমানবন্দরে এ তল্লাশি চালানো হয়।
প্রতিবেদনে বলা হয়, পেহেলগামে হামলার সঙ্গে জড়িত কয়েকজন চেন্নাই হয়ে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছেছেন বলে খবর এসেছিল ভারতীয় গোয়েন্দাদের কাছে।
কলম্বো পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় কর্তৃপক্ষ শ্রীলঙ্কাকে সতর্ক করেছিল যে ফ্লাইটটিতে পহেলগামের ঘটনায় জড়িত ছয়জন সন্দেহভাজন আছেন। এরপর শ্রীলঙ্কার পুলিশ, বিমান বাহিনী এবং বিমানবন্দর নিরাপত্তা ইউনিট যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়েছে। কিন্তু কোনো সন্দেহভাজনকে খুঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ মে) দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পেহেলগামে যারা ঘৃণ্য সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাদের কাউকে রেহাই দেয়া হবে না। আমরা প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করব।
তিনি বলেন, এটা নরেন্দ্র মোদি সরকার; এই দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটন করা আমাদের সংকল্প এবং তা সম্পন্ন করা হবে। সন্ত্রাসীদের জন্য সবচেয়ে খারাপ সময় আসন্ন।