ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে ইরানের মধ্যস্থতার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ AM

ভারত শাসিত কাশ্মীরের পাহেলগাঁওয়ে অস্ত্রধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তারা সেতুবন্ধনের ভূমিকা পালন করতে প্রস্তুত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি এক টুইট বার্তায় জানান, ভারত ও পাকিস্তান ইরানের ‘ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী’। তিনি বলেন, ‘এই সংকটময় সময়ে আমরা দুই দেশের মধ্যে বোঝাপড়ার পথ তৈরি করতে প্রস্তুত আছি।’

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে এক হামলায় অন্তত ২৬ জন নিহত হন। নিহতদের বেশিরভাগই ছিলেন পর্যটক। হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’, যা লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন বলে ধারণা করা হচ্ছে।

এই হামলার পর ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে একাধিক পদক্ষেপ নিয়েছে। ইন্দাস পানি চুক্তি স্থগিত করা হয়েছে, সীমান্ত বন্ধ করা হয়েছে, ভিসা দেওয়া বন্ধসহ সীমান্ত বাণিজ্য কার্যক্রমও থেমে গেছে।

পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে। ওয়াঘা সীমান্ত বন্ধ, ভারতীয়দের জন্য সার্কভুক্ত ভিসা বন্ধ, বাণিজ্য চুক্তি স্থগিত এবং আকাশপথে ভারতের বিমানের চলাচল বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ।

এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই দেশের এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি শান্তির আহ্বান জানিয়ে বলেন, ‘উভয় দেশ যেন ধৈর্য ধরে  এবং উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকে। এমন অবস্থায় ইরানের প্রস্তাব বিশ্ব কূটনৈতিক পরিসরে নতুন আলোচনার সূচনা করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।