ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ফের হামলা; নিহত ২

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি। এরই মাঝে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বারমুলা জেলার উরিতে, যেখানে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ বুধবার (২৩ এপ্রিল) এ ঘটনায় এখন পর্যন্ত দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ সকালে সন্ত্রাসীরা উরিতে অনুপ্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এতে দুই অনুপ্রবেশকারী নিহত হয়েছেন।
ভারতীয় সেনাবাহিনী আরও স্পষ্ট করে জানিয়েছে, দুই-তিনজন সন্ত্রাসী সার্জীবনের সাধারণ এলাকা দিয়ে বারামুল্লার উরি নালায় অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় সেনাসদস্যরা বাধা দিলে তারা গুলি ছোড়ে। এভাবে সংঘর্ষের সূত্রপাত হয়।
ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ে দুই সন্ত্রাসীকে নির্মূল করা হয়েছে। নিরাপত্তা বাহিনী তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।’
এ সময় সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য যুদ্ধসামগ্রী উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তারা এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ এবং সন্ত্রাসীদের নির্মূলে অপারেশন চলছে।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে বিদেশি নাগরিকসহ অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। এ ছাড়া আহত হন আরও অনেকে।
এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।