গাজা দখলের ঘোষণা ইসরায়েলের

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক জার্নাল আন্তর্জাতিক জার্নাল
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৫, ০৬:২১ PM

গাজা দখলের পায়তারা করছে ইসরায়েল। গাজায় বড় পরিসরে আক্রমণ চালানোর ঘোষণা দিয়েছে দখলদার দেশটি। আক্রমণের মাধ্যমে সেখানকার জনগণকে সরিয়ে নেওয়া হবে। সেই সঙ্গে দখল করা অঞ্চল ইসরায়েলের নিয়ন্ত্রণে নেওয়া হবে।

আজ বুধবার (২ এপ্রিল) উগ্র ইহুদিবাদি সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এসব কথা বলেছেন।

এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, "ইসরায়েলি বাহিনী শিগগিরই গাজার অতিরিক্ত এলাকায় পূর্ণ শক্তি দিয়ে অভিযান চালাবে। যুদ্ধরত এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হবে। জায়গাগুলো ইসরায়েলি নিরাপত্তা অঞ্চলের সঙ্গে যুক্ত করা হবে।"

ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যে দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহর এবং খান ইউনিস শহরের আশেপাশে বসবাসরত গাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করেছে। তাদেরকে উপকূলের আল-মাওয়াসি এলাকায় চলে যেতে বলা হয়েছে।

যুদ্ধবিরতি ভঙ্গ করে ১৮ মার্চ থেকে গাজায় তীব্র বিমান হামলা শুরু করে নেতানিয়াহুর উগ্র ইহুদিবাদি সরকার। এরপর থেকে নতুন করে স্থল আক্রমণও চালানো হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় গাজায় কমপক্ষে ৫০ হাজার ৩৫৭ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

ফিলিস্তিনি নাগরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে যে, খান ইউনিসে আজও তাদের কর্মীরা কমপক্ষে ১২টি মৃতদেহ উদ্ধার করেছে।

ফিলিস্তিনি রেডিওর প্রতিবেদন অনুযায়ী, গাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলের দেওয়া নির্দেশের পর রাফাহ এলাকার আশেপাশের এলাকা প্রায় পুরোপুরি খালি হয়ে গেছে।

ইসরায়েলি মানবাধিকার সংস্থা গিশা জানাচ্ছে যে, ইসরায়েল ইতিমধ্যেই গাজার প্রায় ৬২ বর্গ কিলোমিটার বা মোট এলাকার প্রায় ১৭% নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।