হার্ট অ্যাটাক হচ্ছে বুঝবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০২৫, ০১:১৬ PM

হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে। আজকাল কোনো বয়স বা সময় এর গণ্ডিতে আটকে নেই এই প্রাণঘাতী সমস্যা। যে কেউ, যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাকের শিকার হতে পারেন। হার্ট অ্যাটাক হলে হৃদযন্ত্রে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় বা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। সাধারণত এর প্রধান লক্ষণ হিসেবে বুকে তীব্র ব্যথা দেখা দেয়, তবে আরও কিছু অচেনা উপসর্গও রয়েছে, যা হার্ট অ্যাটাকের পূর্বাভাস হতে পারে।

১. বুকে ব্যথা:
সাধারণভাবে হার্ট অ্যাটাকের সময় বুকের মাঝখানে চাপ বা তীব্র ব্যথা অনুভূত হয়, যা চোয়াল, বাম কাঁধ বা হাতেও ছড়িয়ে যেতে পারে। এমন উপসর্গ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের শরণ নেওয়া উচিত।

২. শ্বাসকষ্ট বা দম ফুরিয়ে যাওয়া:
যদি শ্বাস-প্রশ্বাসে হঠাৎ সমস্যা দেখা দেয় অথচ ঠান্ডা বা অন্যান্য ফুসফুসজনিত কোনো রোগ না থাকে, তবে সেটা হতে পারে হার্ট অ্যাটাকের পূর্বাভাস। খুব সামান্য পরিশ্রমেই দম ফুরিয়ে যাওয়া বা মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন অনুভব করাও উদ্বেগজনক লক্ষণ।

৩. অতিরিক্ত ঘাম:
কোনো কারণ ছাড়াই হঠাৎ অতিরিক্ত ঘাম হওয়া বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হতে পারে বড় সতর্কতা সংকেত। যদি এর সঙ্গে বুকে চাপ, অস্বস্তি বা মাথা ঘোরা যোগ হয়, তাহলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

৪. অনিয়মিত হৃদস্পন্দন (পালস রেট):
চিন্তা বা দৌড়ের কারণে সাময়িক পালস রেট বেড়ে যাওয়া স্বাভাবিক হলেও, যদি অকারণে হার্টবিট অনিয়মিত হয় বা দ্রুত ওঠানামা করে, তবে সেটা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হতে পারে।

এসব উপসর্গ অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সময়মতো সঠিক পদক্ষেপ নিলে অনেক জটিলতা এড়ানো সম্ভব।