প্যারাগুয়েকে হারিয়ে আর্জেন্টিনাকে পেছনে ফেলল ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪২ AM

ফুটবলে চির প্রতিদ্বন্দী দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল। মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলে না লাতিন অঞ্চলের প্রতিবেশী দুই দেশ। শুধু বড়দের ফুটবলে নয়, চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াইয়ের ঝাঁজ টের পাওয়া যাচ্ছে ভেনেজুয়েলায় চলমান সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও।

টুর্নামেন্টের ফাইনাল স্টেজে নিজেদের তৃতীয় ম্যাচে আজ ভোরে প্যারাগুয়ের যুবাদের ৩-১ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। এর কিছু সময় পর কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। দু দলই ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে জিতেছে, তাহলে লড়াইটা কোথায়?

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ফাইনাল স্টেজে জায়গা পাওয়া ৬ দলের সবাই একে অন্যের সঙ্গে মুখোমুখি হবে। প্রত্যেক দলের ৫টি করে ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ ৪ দল সরাসরি জায়গা করে নেবে আসন্ন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে। আর তালিকার সবার ওপরে যারা থাকবে, তাদের হাতে উঠবে সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা।

ফাইনাল স্টেজে প্রথম দুই ম্যাচ শেষে আর্জেন্টিনা ও ব্রাজিল, দুই দলেরই পয়েন্ট সমান ৬ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে ছিল আর্জেন্টিনা। আজ আলবিসেলেস্তেদের চেয়ে বড় ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের লড়াইয়ে ক্লদিও এচেভেরি-মাহের কারিসোদের পেছনে ফেলেছে সেলেসাওরা। দুদলের পয়েন্ট এখন সমান ৯ হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় তালিকার শীর্ষে উঠেছে ব্রাজিল।

টুর্নামেন্টের শুরুতে নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হতে হয়েছিল ব্রাজিলকে। কিন্তু সেখান থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়াল দলটা। প্রত্যাবর্তনের গল্পগুলো হয়ত এমনই হওয়া উচিত। কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ব্রাজিল এখন শিরোপার দৌড়ে সবার চেয়ে এগিয়ে। লিগ পর্বের সবার ওপরে আছে নেইমারদের উত্তরসূরীরা। 

প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে ব্রাজিল জয় পেয়েছে ৩-১ গোলে। গুস্তাভো পেদ্রো, রায়ান এবং অ্যালিসন সান্টানার গোলে দাপুটে জয় পেয়েছে তারা। যে জয় তাদেরকে এনে দিয়েছে অনূর্ধ্ব-২০ যুব বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট। 

ম্যাচের শুরু থেকেই সমানতালে খেলেছে দুই দল। বল পজেশন বা আক্রমণের দিক থেকে দুই দলই ছিল সমানে সমান। প্যারাগুয়ে অবশ্য নিজেদের সুযোগ কাজে লাগাতে পারেনি সেভাবে। তবে ব্রাজিল সেদিক থেকে ছিল পুরোপুরি নিখুঁত। ১৭ মিনিটে দূরহ কোণ থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন পেদ্রো। দুই মিনিট পরেই দারুণ এক কাউন্টার অ্যাটাকে ওয়ান টু ওয়ান খেলে বল জালে জড়ান রায়ান। 

প্রথমার্ধেই এক গোল শোধ করে প্যারাগুয়ে। কর্নার থেকে করা হেডে ব্রাজিলের জালে এক গোল দেন আনহেল ভিলাসান্তি। দ্বিতীয়ার্ধে অবশ্য খুব একটা গোল হয়নি। ৭৮ মিনিটে সান্টানা গোল করে নিশ্চিত করেন জয়। 

কনমেবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আসরে নেই ফাইনাল বা সেমিফাইনাল। এখানে লিগ পদ্ধতিতে শীর্ষে থাকা দলই হয় চ্যাম্পিয়ন। প্রতিটি ম্যাচই তাই এখানে সমান গুরুত্বপূর্ণ। জয় চাই সব ম্যাচেই। ব্রাজিল নিজেদের প্রথম ৩ ম্যাচেই পেয়েছে জয়। আর্জেন্টিনাও জয় পেয়েছে ৩ ম্যাচে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকছে ব্রাজিলই।