এক নজরে কোপা আমেরিকা কাপের সময়সূচি

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ০৫ জুন ২০২৪, ১২:০৫ PM

দক্ষিণ আমেরিকা মহাদেশে ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা হলো কোপা আমেরিকা। বিশ্বকাপ ফুটবলের পর কোপা আমেরিকা কাপকেই ফুটবলের সবচেয়ে বড় আসর ধরা হয়। কারণ ফুটবল বিশ্বের দুই সম্রাট ব্রাজিল ও আর্জেন্টিনা অংশ নিয়ে থাকে এই কাপে। তাই বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমিদের নজর থাকে এটিতে। বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ২১ জুন ভোরে শুরু হবে মহাদেশীয় আসরের ৪৮তম আসর।

দক্ষিণ, উত্তর ও মধ্য আমেরিকার ১৬ দল এবার অংশ নিচ্ছে শতবর্ষী এই টুর্নামেন্টে। ১৬ দলকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হবে উদ্বোধনীয় ম্যাচ আল ফাইনাল হবে হার্ড রক স্টেডিয়ামে ১৫ জুলাই বাংলাদেশ সময় ভোর ৬টায়।

কোপা আমেরিকার গ্রুপ

এ-গ্রুপ : আর্জেন্টিনা, কানাডা, চিলি, পেরু

বি-গ্রুপ : ইকুয়েডর, মেক্সিকো, জ্যামাইকা, ভেনিজুয়েলা

সি-গ্রুপ : যুক্তরাষ্ট্র, পানামা, উরুগুয়ে, বলিভিয়া

ডি-গ্রুপ : ব্রাজিল, প্যারাগুয়ে, কোস্টারিকা, কলম্বিয়া

একনজরে কোপা আমেরিকার সময়সূচি-

গ্রুপ পর্ব

তারিখ ও বার              বাংলাদেশ সময়   ম্যাচ
২১ জুন, শুক্রবার           ভোর ৬টা          আর্জেন্টিনা-কানাডা
২২ জুন, শনিবার            ভোর ৬টা          পেরু-চিলি
২৩ জুন, রোববার           ভোর ৪টা          ইকুয়েডর-ভেনিজুয়েলা
২৩ জুন, রোববার           ভোর ৭টা          মেক্সিকো-জ্যামাইকা
২৪ জুন, সোমবার           ভোর ৪টা          যুক্তরাষ্ট্র-বলিভিয়া
২৪ জুন, সোমবার           ভোর ৭টা          উরুগুয়ে-পানামা
২৫ জুন, মঙ্গলবার          ভোর ৪টা          কলম্বিয়া-প্যারাগুয়ে
২৫ জুন, মঙ্গলবার          ভোর ৫টা          ব্রাজিল-কোস্টারিকা
২৬ জুন, বুধবার              ভোর ৪টা          পেরু-কানাডা
২৬ জুন, বুধবার              ভোর ৭টা          আর্জেন্টিনা-চিলি
২৭ জুন, বৃহস্পতিবার      ভোর ৪টা          ইকুয়েডর-জ্যামাইকা
২৭ জুন, বৃহস্পতিবার      ভোর ৭টা          ভেনিজুয়েলা-মেক্সিকো
২৮ জুন, শুক্রবার           ভোর ৪টা          পানামা-যুক্তরাষ্ট্র
২৮ জুন, শুক্রবার           ভোর ৭টা          উরুগুয়ে-বলিভিয়া
২৯ জুন, শনিবার             ভোর ৪টা          কলম্বিয়া-কোস্টারিকা
২৯ জুন, শনিবার             ভোর ৭টা          ব্রাজিল-প্যারাগুয়ে
৩০ জুন, রোববার            ভোর ৬টা          আর্জেন্টিনা-পেরু
৩০ জুন, রোববার            ভোর ৬টা          চিলি-কানাডা
১ জুলাই, সোমবার           ভোর ৬টা          মেক্সিকো-ইকুয়েডর
১ জুলাই, সোমবার           ভোর ৬টা          জ্যামাইকা-ভেনিজুয়েলা
২ জুলাই, মঙ্গলবার          ভোর ৭টা          বলিভিয়া-পানামা
২ জুলাই, মঙ্গলবার          ভোর ৭টা          যুক্তরাষ্ট্র-উরুগুয়ে
৩ জুলাই, বৃহস্পতিবার     ভোর ৭টা          ব্রাজিল-কলম্বিয়া
৩ জুলাই, বৃহস্পতিবার     ভোর ৭টা          প্যারাগুয়ে-কোস্টারিকা

কোয়ার্টার ফাইনাল

তারিখ ও বার        বাংলাদেশ সময়          ম্যাচ
৫ জুলাই, শনিবার     ভোর ৭টা          গ্রুপ এ১-গ্রুপ বি২
৬ জুলাই, রোববার    ভোর ৭টা          গ্রুপ বি১-গ্রুপ এ২
৭ জুলাই, সোমবার    ভোর ৪টা          গ্রুপ সি১-গ্রুপ ডি২
৭ জুলাই, সোমবার    ভোর ৭টা          গ্রুপ ডি১-গ্রুপ সি২

সেমি ফাইনাল

তারিখ ও বার                 বাংলাদেশ সময়          ম্যাচ
১০ জুলাই, বৃহস্পতিবার   ভোর ৬টা কোয়ার্টার   এক জয়ী-কোয়ার্টার দুই জয়ী
১১ জুলাই, শুক্রবার         ভোর ৬টা কোয়ার্টার   তিন জয়ী-কোয়ার্টার চার জয়ী

৩য় স্থান নির্ধারণী ম্যাচ

তারিখ ও বার           বাংলাদেশ সময়       ম্যাচ
১৪ জুলাই, সোমবার     ভোর ৬টা        সেমিতে পরাজিত দুই দল

ফাইনাল

তারিখ ও বার          বাংলাদেশ সময়         ম্যাচ
১৫ জুলাই, মঙ্গলবার     ভোর ৬টা        সেমিতে জয়ী দুই দল