ব্রাজিল ফুটবলপ্রধানের পদে ফিরলেন রদ্রিগেজ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেক্স জার্নাল ডেক্স
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ০২:১২ PM

ব্রাজিল ফুটবল দল এক দুঃসময়ের ভেতর দিয়েই যাচ্ছে। মাঠের পারফরম্যান্সে তো ধারাবাহিকভাবে ভালো তো খেলতে পারছেই না। এমনকি ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) টালমাটাল অবস্থা। ফুটবল প্রধান একবার বরখাস্ত হয়ে আবার ফিরে পাচ্ছেন তাঁর হারানো পদ। 

২০২৩-এর ডিসেম্বরে রিও ডি জেনেইরো আদালতের রায়ে সিবিএফ প্রধানের পদ থেকে বরখাস্ত হয়েছিলেন এদনালদো রদ্রিগেজ। রয়টার্সের গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ব্রাজিল সুপ্রিম কোরটের নির্দেশে পুনরায় সেই পদ ফিরে পেতে যাচ্ছেন রদ্রিগেজ। ব্রাজিলের বিচারমন্ত্রী গিলমার মেন্দেজ গতকাল এই আদেশ দিয়েছেন। 

অন্যদিকে এ বছরের জুলাই-আগস্টে প্যারিসে শুরু হচ্ছে ২০২৪ অলিম্পিক। রদ্রিগেজকে আগের পদে ফেরানো না হলে এ বছরের অলিম্পিকে ব্রাজিলের খেলার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন মেন্দেজ। মেন্দেজ এক বিবৃতিতে বলেন, ‘এমন পরিস্থিতিতে একটা ঝুঁকি তো থেকেই যাচ্ছে। ২০২৪ প্যারিস অলিম্পিকের বাছাই পর্বকে সামনে রেখে আগামীকালের (৫ জানুয়ারি, ২০২৪) মধ্যে খেলোয়াড়দের নাম নিবন্ধন করতে হবে।’ 

সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিসের (এসটিজেডি) সভাপতিকে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিয়েছিল আদালত। এ কারণে ফিফা তখন দফায় দফায় চিঠি পাঠিয়েছিল ব্রাজিলকে। তাতে বলা হয়েছিল আদালত কর্তৃক নিযুক্ত কোনো ব্যক্তিকে সিবিএফের অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে ফিফা মানবে না। কারণ ফুটবলের ব্যাপারে কোনো রকম সরকারি হস্তক্ষেপ ফিফা পছন্দ করে না। নিয়ম ভাঙার দায়ে যেকোনো দলকে যেকোনো টুর্নামেন্ট থেকেই বহিষ্কার করতে পারে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা।