চমক রেখে ব্রাজিল দল ঘোষণা; বাদ নেইমার-ভিনিসিয়ুস

বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন দুই ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে দলে জায়গা হয়নি নেইমার জুনিয়রের।
এ বিষয়ে আনচেলত্তি বলেন, নেইমার গত সপ্তাহে ছোটখাটো সমস্যা হয়েছিল, তবে আমাদের নেইমারকে পরীক্ষা করার দরকার নেই। সবাই ওকে চেনে। নেইমারসহ প্রত্যেকেরই শারীরিকভাবে ভালো কন্ডিশনে থাকতে হবে, যাতে জাতীয় দল বিশ্বকাপে ভালো খেলতে পারে।
২৫ জনের তালিকা-
গোলরক্ষক: অ্যালিসন, বেন্টো, হুগো সোউজা
সেন্টার ব্যাক: গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকিনহোস, আলেক্সসান্দ্রো, ফাব্রিসিও ব্রুনো
ফুল-ব্যাক: ওয়েসলি, ভ্যান্ডারসন, আলেক্স সান্দ্রো, কাইও হেনরিকে, ডগলাস সান্টোস
মিডফিল্ডার: অ্যান্ড্রে সান্তোস, ব্রুনো গিমারেস, কাসেমিরো, জোয়েলিন্তন, লুকাস পাকেতা
ফরোয়ার্ড: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, কাইও জর্জে, লুইজ হেনরিকে, মাথেউস কুনিয়া, রাফিনিয়া, রিচার্লিসন, জোয়াও পেদ্রো।