লাওসে নারী ফুটবলাররা

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৫, ১১:১৮ PM

নারী এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে অংশ নিতে লাওসে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দল। আজ দুপুর দেড়টায় আফিদা খাতুনদের বহনকারী দলটি লাওসের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। পথিমধ্যে থাইল্যান্ডে ঘণ্টা দেড়েকের যাত্রা বিরতি শেষে নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছায় তারা।

বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘আমরা সবাই সুস্থ রয়েছি। আগামীকাল সকাল থেকে অনুশীলন শুরু হবে। আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো ফলাফল নিয়ে ফিরতে পারি।’

৬ আগস্ট স্বাগতিক লাওসের সঙ্গে বাংলাদেশের প্রথম ম্যাচ। এরপর ৮ আগস্ট তিমুরলেস্তের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। বাছাই পর্বে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স আপ দল মূল পর্বে খেলবে। বাংলাদেশের গ্রুপে শক্তিশালী দক্ষিণ কোরিয়া থাকায় রানার্স আপ হওয়াই মূলত লক্ষ্য। এজন্য লাওস ম্যাচই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

বাংলাদেশ নারী ফুটবল দল সম্প্রতি এশিয়া কাপ খেলা নিশ্চিত করেছে। অ-১৬ পর্যায়ে টানা দুই বার এশিয়ার শীর্ষ পর্যায়ে খেলেছে। অ-২০ স্তরে কখনো মূল পর্বে খেলা হয়নি। সাফ অ-২০ চ্যাম্পিয়ন হওয়া আফিদা-সাগরিকারা এএফসি’র বাছাইয়ে সফল হন কিনা সেটাই দেখার বিষয়।