হামজাকে কটুক্তি; দর্শকদের দিকে তেড়ে গেলেন শেফিল্ডের ডিফেন্ডার

২-১ গোলের জয় নিয়ে প্রিমিয়ার লিগে ফিরছে বার্নলি। ম্যাচ শেষ হওয়ার আগেই টার্ফ মুর স্টেডিয়ামে শুরু হয় উল্লাস, কিন্তু সেই উৎসবের রেশেই ঘটেছে অপ্রীতিকর ঘটনা। শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড়দের ওপর চড়াও হন বার্নলির কিছু উচ্ছ্বসিত সমর্থক। বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর প্রতি ছিল অতিরিক্ত ক্ষোভ।
ম্যাচ শেষে মাঠে ঢুকে পড়ে কিছু বার্নলি সমর্থক। তাঁরা উল্লাস করার পাশাপাশি শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড়দের উদ্দেশে কটূক্তি ছুড়ে দেন। ডেইলি সানের প্রতিবেদনে উঠে এসেছে, একপর্যায়ে সমর্থকরা হামজার খুব কাছে গিয়ে উগ্র আচরণ শুরু করলে বার্নলির কয়েকজন খেলোয়াড়ও তর্কে জড়িয়ে পড়েন তার সঙ্গে। ধৈর্য্য হারিয়ে ফেলেন হামজাও—তখনই তাকে সরিয়ে নিতে মাঠে ঢোকেন এক পুলিশ সদস্য। পরে হামজার সতীর্থরা এসে তাকে নিরাপদে বের করে নিয়ে যান।
এই হারের ফলে সরাসরি প্রিমিয়ার লিগে ওঠার আশা শেষ হয়ে গেছে হামজার শেফিল্ড ইউনাইটেডের। শেষ ৫ ম্যাচের ৪টিতে হারায় তাদের অবস্থান দুর্বল হয়ে পড়েছে। এখন প্রিমিয়ার লিগে উঠতে হলে প্লে-অফের কঠিন পথ পাড়ি দিতে হবে ‘দ্য ব্লেডস’দের।
অন্যদিকে, এই জয়ে বার্নলি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগে ফেরা। একই সঙ্গে লিডস ইউনাইটেডও নিশ্চিত করেছে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে অংশগ্রহণ। ৪৬ ম্যাচের লিগে ৪৪ ম্যাচ শেষে বার্নলি ও লিডসের পয়েন্ট ৯৪ করে, গোল ব্যবধানে লিডস শীর্ষে, বার্নলি দ্বিতীয় এবং শেফিল্ড ইউনাইটেড ৮৬ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।