ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরাও পাবেন উপবৃত্তি ও মিড ডে মিল
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম জানিয়েছেন, ইবতেদায়ি মাদরাসাগুলোকে এমপিও ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ইবতেদায়ি মাদরাসার জন্য দুটি বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রথম ধাপে এসব মাদরাসাকে এমপিওভুক্ত করা এবং ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া। দ্বিতীয় ধাপে ইবতেদায়ি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করা এবং মিড ডে মিল প্রজেক্ট বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে শিক্ষা বিটের সাংবাদিক সংগঠন, এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান।
তিনি বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইবতেদায়ি মাদরাসাগুলোর পরিস্থিতি অত্যন্ত করুণ। ছোটবেলায় তার গ্রামে একটি ইবতেদায়ি মাদরাসা ছিল, যা এখন বন্ধ হয়ে বাজারে পরিণত হয়েছে। এসব মাদরাসা বাঁচানোর প্রয়োজনীয়তা তিনি তুলে ধরেন।
ড. কবিরুল ইসলাম বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পর এক মাস ৪ দিনের মধ্যে ইবতেদায়ি মাদরাসাগুলোর জন্য দুটি পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রথমত, এমপিওভুক্তির কাজ শুরু করেছেন এবং দ্বিতীয়ত, এসব মাদরাসার ভবন নির্মাণের জন্য একটি আলাদা প্রজেক্ট প্রণয়নের নির্দেশ দিয়েছেন।
তিনি আরও জানান, তিনি শিক্ষা ক্ষেত্রে কিছু স্বপ্ন দেখেন। বিশেষভাবে তিনি মনে করেন, কারিগরি শিক্ষা বাংলাদেশের ভবিষ্যত। কারিগরি শিক্ষা ছাড়া দেশের বেকারত্ব সমস্যার সমাধান সম্ভব নয়। পাশাপাশি, মাদরাসা শিক্ষাও দেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ দেশে মুসলিম জনসংখ্যার প্রায় ৯০-৯২ শতাংশ এবং অনেক পরিবার তাদের সন্তানদের মাদরাসায় পড়াতে চান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব (মাদ্রাসা অনুবিভাগ) মো. নজরুল ইসলাম, ড. মো. আয়াতুল ইসলাম (কারিগরি অনুবিভাগ), সামসুর রহমান খান (প্রশাসন ও অর্থ), ড. মো. সিরাজুল ইসলাম (উন্নয়ন অনুবিভাগ), মো. আজিজ তাহের খান (অডিট ও আইন) এবং ইরাবের সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমান, সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, নিজামুল হক, শরীফুল আলম সুমন, মীর মোহাম্মদ জসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।