বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে যে গ্রুপে বাংলাদেশ
-1151018.jpg?v=1.1)
আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। উভয় ম্যাচেই প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা 'এ' দল।
মঙ্গলবার (১৫ জুলাই) আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, বিশ্বকাপে অংশ নেওয়া আট দলের মধ্যে সাতটি দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে, শুধুমাত্র অস্ট্রেলিয়া একটি ম্যাচে অংশ নেবে।
প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মূল দলের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।
উল্লেখ্য, নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু হবে ৩০ সেপ্টেম্বর এবং চলবে ২ নভেম্বর পর্যন্ত।
২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ ছয় দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং স্বাগতিক ভারত সরাসরি মূল পর্বে জায়গা পায়। বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে বাংলাদেশ ও পাকিস্তান।
বিশ্বকাপের ম্যাচগুলো হবে হাইব্রিড মডেলে। ভারত আয়োজক হলেও পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ অক্টোবর, কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।
নারী ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ সূচি:
২৫ সেপ্টেম্বর (কলম্বো):
শ্রীলঙ্কা-পাকিস্তান
বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’
২৫ সেপ্টেম্বর (ব্যাঙ্গালুরু):
ভারত-ইংল্যান্ড
দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড
২৭ সেপ্টেম্বর (কলম্বো):
বাংলাদেশ-শ্রীলঙ্কা
২৭ সেপ্টেম্বর (ব্যাঙ্গালুরু):
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
ভারত-নিউজিল্যান্ড
২৮ সেপ্টেম্বর (কলম্বো):
পাকিস্তান-শ্রীলঙ্কা ‘এ’
২৮ সেপ্টেম্বর (ব্যাঙ্গালুরু):
দক্ষিণ আফ্রিকা-ভারত ‘এ’