বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ' শুরু আজ থেকে

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ০৯:২৩ AM

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ফেরাতে আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ'। গতকাল সোমবার রাতে রাজধানীর বাংলামোটরে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বৈঠক শেষে এ ঘোষণা দেন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। 

তিনি জানান, একতা ও সংহতির বার্তা নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন তাঁরা। 

১৮টি ছাত্র সংগঠন বৈঠকে অংশ নেয়।  এসময় আলোচনায় উঠে আসে আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব। এছাড়া, সংখ্যালঘু নির্যাতন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান হাসনাত আবদুল্লাহ। 

হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ কোনোভাবেই পুনর্বাসিত হবে না, এ বিষয়ে একমত সব ছাত্র সংগঠন। গত তিন জাতীয় নির্বাচনে যারা আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছে তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবিও জানান ছাত্র নেতারা।