ইবতেদায়ী শিক্ষকদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ০৮:০৫ PM

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের জুন মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের চেক ছাড় করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (১২ আগস্ট) অনুদানের চারটি চেক সংশ্লিষ্ট ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। ফলে শিক্ষকরা এখন চাইলে তাদের বেতন তুলতে পারবেন।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ২০২৫ সালের জুন মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের ৪টি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে দেওয়া হয়েছে। চেকগুলো অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক লিমিটেড ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শিক্ষকরা ১২ আগস্টের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে সরকারি অংশের অনুদান উত্তোলন করতে পারবেন।