সাড়ে ৬৫ হাজার প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলে এখন থেকে দেশের ৬৫ হাজার ৫০২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দশম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন।
সোমবার (২৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব খালেদা নাছরিন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫৫০২ জন প্রধান শিক্ষকদের বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণে নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো–
সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টার অনুমোদন নিতে হবে;
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনও গ্রহণযোগ্য হতে হবে;
প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ প্রয়োজন হবে;
অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক বেতনস্কেল যাচাই ও নির্ধারণ করতে হবে;
প্রশাসনিক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে চারটি জিও জারি করতে হবে এবং অর্থ বিভাগের পৃষ্ঠাঙ্কন গ্রহণ করতে হবে;
সংশ্লিষ্ট টিওঅ্যান্ডই হালনাগাদ করে নতুন গ্রেড অন্তর্ভুক্ত করতে হবে;
নিয়োগবিধিতে পদোন্নতির বিষয়টি যুক্ত করে বিধি সংশোধন করতে হবে;
প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকরা যোগদানের তারিখ থেকে ১৮ মাসের মধ্যে বিটিপিটি প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে;
এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অন্যান্য সব শর্ত অবশ্যই পূরণ করতে হবে।