এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কাজ শেষ হয়েছে। এখন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সম্ভাব্য তিনটি তারিখ নির্ধারণ করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে অনুমোদনের জন্য।
শিক্ষা মন্ত্রণালয় যেই তারিখে অনুমোদন দেবে, সেদিনই প্রকাশ করা হবে ফলাফল। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই প্রায় ১৫ লাখ পরীক্ষার্থীর অপেক্ষার অবসান হবে।
এই তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
তিনি বলেন, ফল তৈরির কাজ প্রায় শেষ। খুব দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে সেই তারিখে ফল প্রকাশ করা হবে।
সম্ভাব্য তারিখগুলো কী হতে পারে- এমন প্রশ্নে ঢাকা বোর্ডের এ পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এটি এখনো চূড়ান্ত হয়নি। যেহেতু সবশেষ পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হয়েছিল, সেই হিসাবে নিয়ম (৬০ কর্মদিবস) অনুযায়ী ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে।